মির্জা মাহমুদ রন্টু নড়াইল:
বিষদাত ভাংতে গিয়ে সাপের কামড়ে তিশা খা (৫৫) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনাটি নড়াইলের নড়াগাতী থানার উত্তর মহাজন গ্রামের। তিশা খা পেশায় একজন চুরি-সুতার ব্যবসায়ী ও সাপুড়ে।
এলাকাবাসী জানান, শুক্রবার বিকালে বড়দিয়া এলাকা থেকে একটি বিষধর সাপ ধরে বাড়িতে নিয়ে আসেন তিশা খান।
শনিবার (৩ অক্টোবর) সকালে সাপটির বিষদাত ভাংতে যায়। এসময় অসাবধানতাবশত তার বাবাকে সাপে দংশন করে।
পরে স্থানীয় ওঝার নিকট নিয়ে ঝাড়ফুক করানো হলেও শরীর থেকে বিষ নামেনি। এক পর্যায়ে অবস্থার অবনতি ঘটলে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এ্যাম্বুলেন্সযোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পৌছানোর পর কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।