সমুজ আহমদ সায়মন, স্টাফ রিপোর্টার -: সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে ।প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে গতকাল বুধবার (১৪ অক্টোবর ) উপজেলার সদর ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি ) মো: কামরুজ্জামান।ঠিকাদারী প্রতিষ্ঠান রেজা কন্সট্রাকশন ভবন নির্মাণের দায়িত্ব পেয়েছে ।
ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপনের সময় উপস্থিত ছিলেন এলজিইডির উপজেলা প্রকৌশলী মো: আবু সাইদ, উপ-সহকারী প্রকৌশলী প্রদীপ চন্দ্র দেবনাথ, রমেন্দর নাথ রায়, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু,সাংবাদিক কামাল মুন্না ।