মো. সায়েস্তা মিয়ার, বিশ্বনাথ প্রতিনিধিঃ
দালাল ও সিন্ডিকেট মুক্ত রেখে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ ওসি রুবেল মিয়া। তিনি বলেন, আমি সিস্টেম বদলে দিতে চাই। নাগরিক প্রয়োজনে ধনী দরিদ্র সকল শ্রেণীর মানুষের জন্য থানার দরজা খোলা রয়েছে। কিন্তু কোন দালালের স্হান আমার থানায় হবে না। যার যার প্রয়োজনে সরাসরি থানায় এসে নিজ নিজ কাজ সম্পাদন করতে পারবেন। কোন দালাল নিয়ে থানায় প্রবেশ করা থেকে উপজেলাবাসীকে বিরত থাকার আহবান জানাচ্ছি। আমার কাছে ধনী দরিদ্রের প্রার্থক্য নেই।
সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় বিশ্বনাথে কর্মরত উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন অফিসার ইনচার্জ।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ শাহিন উদ্দিন, সহসভাপতি এ কে এম তুহেম, সাধারণ সম্পাদক মো. সায়েস্তা মিয়া, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, দপ্তর সম্পাদক, কবি এস. পি সেবু, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল কাইয়ুম, সদস্য মো. ছালেক উদ্দিন ও আনোয়ার হোসেন প্রমুখ।