বিশ্বনাথ প্রতিনিধিঃ
আজ (২২শে সেপ্টেম্বর) রবিবার বিশ্বনাথ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ রুবেল মিয়া। তিনি সকালে নতুন কর্মস্থলে যোগদান করেন বলে জানান।
নেত্রকোনা জেলার মদন থানার বাস্তা গ্রামের বাসিন্দা তিনি। বিশ্বনাথ থানায় যোগদানের পূর্বে রুবেল মিয়া ময়মনসিংহ রেঞ্জে কর্মরত ছিলেন।
বিশ্বনাথ থানায় নতুন অফিসার ইনচার্জ রুবেল মিয়া উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেন ও সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার মাধ্যমে বাংলাদেশ পুলিশের দায়িত্ব পালন করার চেষ্ঠা অব্যাহত রাখবেন বলে জানান।
বিশ্বনাথ থানার ওসি রমাপ্রসাদ চক্রবর্তীকে সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।