বার্তা বিভাগঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার ০২নং খাজাঞ্চী ইউনিয়নের পশ্চিম নোয়াগাঁও (পীর বাড়িতে) চিশতিয়া দরবার শরীফে আগামী ১৩, ১৪ ও ১৫ ফেব্রুয়ারী সায়ের সূফী সাধক ওলীয়ে কামেল হযরত খাজা হাবিব উল্লা চিশতী (রঃ) এর ৮৫তম পবিত্র বার্ষিক ওরশ ও সায়ের সূফী সাধক ওলীয়ে কামেল হযরত খাজা আব্দুল গণী চিশতী (রঃ) এর ১৬তম বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত হবে।
দরবারে অনুষ্ঠিত তিন দিন ব্যাপি এই অনুষ্ঠান কর্মসূচির মধ্যে ১৩ ফেব্রুয়ারী -১ম দিন রওজা গোসল, গিলাফ চাড়ানো, ফাতেহা পাঠ ও খতমে কোরআনের অনুষ্ঠান সম্পন্ন হবে। ১৪ ফেব্রুয়ারী -২য় দিনের কর্মসূচীতে রয়েছে মিলাদ মাহফিল, শিরনী বিতরণ, রাতব্যাপি জিকির ও কাওয়ালী অনুষ্ঠান। ১৫ ফেব্রুয়ারী -৩য় দিন দরবারে পালন করা হবে মিলাদ মাহফিল, মারফতী ও বাউল সঙ্গীতানুষ্টান ও সর্বশেষ তবরুক বিতরণ।
চিশতীয়া দরবার শরীফে ভক্ত আশেকানদের যাতায়াত সুবিধার জন্য সিলেট থেকে বিশ্বনাথ-রামপাশা হয়ে রাজাগঞ্জ বাজার, সিলেট বাবনা পয়েন্ট হতে কামালবাজার হয়ে খাজাঞ্চী এবং সিলেট সুনামগঞ্জ রোড হতে লামাকাজী-রামপাশা- রাজাগঞ্জ বাজার হয়ে দরবারে উপস্থিত হওয়ার সুবিধা রয়েছে।
চিশতীয়া দরবার শরীফের বর্তমান গদিনিশীন মোতাওয়াল্লী আলহাজ্ব পীর শাহ শামছুল ইসলাম (তুতা মিয়া), আলহাজ্ব শাহ নজরুল ইসলাম (ছমরু মিয়া), আলহাজ্ব শাহ নুরুল ইসলাম (মাসুক মিয়া), শাহ নুরুল ইসলাম, শাহ সফিকুল ইসলাম চিশতী দরবার সংশ্লিষ্ট ভক্ত আশেকান ও মুরিদানদের উক্ত মহতি মাহফিলে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানিয়েছন।