বিশ্বনাথপ্রতিনিধি:
বিশ্বনাথ উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক লিলি মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিলেট জজকোর্টের বিচারিক আদালতে উভয় আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী এ্যাডভোকেট খালেদ হোসেন।
জানা গেছে ২০২৪ সালের জাতীয় নির্বাচনকালীন সময়ে মশাল মিছিল ও ফটকা ফোটানোর অভিযোগে পুলিশ বাদী হয়ে ১৫০ জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে নাশকতার মামলা করা হয়। মামলা নং জি আর ১৬৬/২৩।সে সময় কয়েকজনকে আটক করা হলেও সভাপতি ও সাধারণ সম্পাদক হাইকোর্ট থেকে আগাম জামিন নেন।
উচ্চ আদালতের আদেশক্রমে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বৃহস্পতিবার বিচারিক আদালতের বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠান।