বিশ্বনাথ প্রতিনিধিঃ
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ও সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক জোসেফ আলীর সাথে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব সাংবাদিক নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা আজ উপজেলা প্রেসক্লাব ও বিশ্বনাথ বার্তা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
১০ মে ২০২৩ ইং বুধবার বিকেলে এ মতবিনিময় সভায় বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুল’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহীন উদ্দিন, সহ সাধারণ সম্পাদক আনহার বিন সাইদ, সাংগঠনিক সম্পাদক মো. সায়েস্তা মিয়া ও নির্বাহী সদস্য শ্রী অজিত চন্দ্র দেব।
মতবিনিময় কালে সাংবাদিক জোসেফ আলী চৌধুরী বলেন; মানুষ যেখানে ভাবনা শেষ করে, সেখান থেকে একজন সাংবাদিক ভাবতে শুরু করেন। আর আমরা এখন যুগের সঙ্গে তাল মিলিয়ে সবার কাঁধে কাঁধ মিলিয়ে নোংরা মানসিকতার পরিচয় দিচ্ছি।
এ ধরনের অনেক ঘটনায় একজন সাংবাদিককে যখন দেখি, তখন বুঝতে বাকি থাকে না- পরিণতির শেষ দৌড়গোড়ায় মনে হয় আমরা দাড়িয়ে। দলীয়করণ, বিভক্তি এসব কারণে সাংবাদিকদের সংগঠনগুলো তো রসাতলে গেছেই। সাংবাদিকতা পেশা নিয়ে এক সাংবাদিক আরেক সাংবাদিককে শত্রু ভাবাপন্নতার কারণে মহান এ পেশা গ্রহণ যোগ্যতা হারাচ্ছে। এ থেকে বেরিয়ে আসতে হবে আমাদের।