বিশ্বনাথ প্রতিনিধিঃ
বিশ্বনাথের গণমানুষের আস্তাভাজন সার্বজনীন সাংবাদিকদের সংগঠন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবে আজ মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১১ ই আগস্ট বিকেলে উপজেলা প্রেসক্লাব অফিসে ক্লাবের দপ্তর সম্পাদক কবি এস.পি সেবুর সঞ্চালনায় ও সভাপতি সাংবাদিক মোঃ শাহিন উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মিলনমেলায় স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণির পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় দেশের চলমান পরিস্থিতিতে ও অতীতের মত গণমানুষের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের মাঝে মিলেমিশে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে বক্তব্য রাখেন উপস্থিত অতিথিরা। এছাড়া দালাল মুক্ত স্বাধীন সাংবাদিকতা করে মানুষের অন্তরে ঠাই নেওয়ার আহবান জানান তাঁরা।
এসময় বক্তব্য রাখেন ইসলামি চিন্তাবিদ মাওলানা মোঃ আলা উদ্দিন, শ্রমিকনেতা মাসুক মিয়া, সাংবাদিক তৌফিকুর রহমান হাবিব, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সায়েস্তা মিয়া, নাট্য অভিনেতা প্রভাষক মিম সাব্বির ও যুবদল নেতা আক্তার হোসাইন গুলজার।
উপস্থিত ছিলেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, অর্থ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, সদস্য ছালেক উদ্দিন, এনটিভি ইউরোপ এর ক্যামেরাম্যান আফজাল হোসেন, গণমাধ্যম কর্মী আনোয়ার হোসেন, ছাত্রনেতা আবিদ উদ্দিন, সুমেল আহমদ, ফাহিম আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।