বিশেষ প্রতিনিধিঃ
সিলেট সদর উপজেলার অসুস্থ হারুন মিয়াকে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ মোসাদ্দিক হোসেন সাজুল চিকিৎসা সহায়তা প্রদান করেছেন।
মোঃ হারুন মিয়া, গ্রামঃ বাঘার পাড়া, পোঃ টুকেরবাজার থানাঃ এয়ারপোর্ট জেলাঃ সিলেট, তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিক সিলেট এম এ জি ওসমানি মেডিকেলে কলেজে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। মোঃ হারুন মিয়া’র শারীরিক অবস্থার খোজ খবর নিতে, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট মহানগরের সভাপতি ও বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোসাদ্দিক হোসেন সাজুল তাকে দেখতে আজ বিকেলে হাসপাতালে যান।
এসময় তিনির সাথে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার সহ-সভাপতি, জনাব মোঃ রকিব মিয়া তালুকদার, সাধারণ সম্পাদক, প্রভাষক তপন চন্দ্র পাল ও ডাঃ আব্দুল জলিল প্রমুখ।
অসুস্থ হারুন মিয়াকে আর্থিক অনুদান হিসেবে মোঃ মোসাদ্দিক হোসেন সাজুল’র পক্ষ থেকে নগদ ২০০০০/= (বিশ হাজার টাকা) প্রদান করা হয়।