বিশ্বনাথ প্রতিনিধিঃ
সিলেটের প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে অংশ নিতে মতামত ব্যক্ত করেছেন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব লোকমান উদ্দিন।
এবারের উপজেলা পরিষদের নির্বাচন চার ধাপে অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।
চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৩৭ উপজেলা পরিষদের তালিকা তুলে ধরে কোনটিতে কবে ভোট অনুষ্ঠিত হবে তা জানিয়েছে দেওয়া হয়েছে ইতিমধ্যে।
এর মধ্যে ৪৫টি উপজেলায় ভোট হবে প্রথম ধাপে ৪ মে; দ্বিতীয় ধাপে ১১ মে ৪৪টিতে, তৃতীয় ধাপে ১৮ মে ৩৪টিতে এবং চতুর্থ ধাপে ২৫ মে ১৪টি উপজেলায় ভোট গ্রহন হবে।
বিশ্বনাথ উপজেলা পরিষদের নির্বাচন কোনধাপে অনুষ্ঠিত হবে তা জানা যাবে পরবর্তীতে।
নির্বাচন ঘিরে ইতিমধ্যে ঐ উপজেলায় একাধিক প্রার্থী ব্যক্তিগত প্রচার ও প্রচরণায় ব্যস্ত সময় পার করছেন। গণমাধ্যমে একের পর এক প্রার্থীর নাম উঠে আসছে। দেশে বসবাসরত প্রার্থীদের পাশাপাশি প্রবাসে থাকা বিভিন্ন সংগঠন, কমিউনিটি নেতা এবং দানশীল ও সমাজ সেবক হিসেবে পরিচিতজনেরা নির্বাচনে আগ্রহী হয়ে কেউ কেউ দেশে আসছেন এবং প্রচার চালিয়ে যাচ্ছেন।
ইতিমধ্যে বিভিন্ন প্রার্থী তাদের পরিচিতি তুলে ধরে ব্যানার ফেস্টুন ছাপিয়ে উপজেলার গণমানুষের কাছে পৌঁছার কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন। রাজনৈতিক প্রার্থীদের দলীয় প্রতীকে নির্বাচনে প্রার্থী হওয়া না হওয়া এখনও চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভোটারদের সমর্থন আদায়ে প্রার্থীরা তাদের যোগ্যতা এবং কে কি করেন তার ফিরিস্তি প্রকাশ করে জনসমর্থন নিজের দিকে টানছেন।
বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে এবারে প্রার্থীদের ব্যাক্তিত্ব ও পরিচ্ছন্ন ইমেজের একটু কদর থাকবে এবং ভিন্ন ভিন্ন কারণে ভোটাররা যে অনেক সচেতন তা লক্ষ্য কারা যাচ্ছে স্থানীয় ভোটারদের কথা বার্তায়।
উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জল্পনা কল্পনার মাত্রায় হাজী লোকমান উদ্দিনের অংশগ্রহন উত্থাপ আরো বাড়িয়ে দেবে এমনটাই দাবী করছেন তার সমর্থকেরা। লোকমান উদ্দিন যুক্তরাজ্যের স্থায়ী বসবাসকারী হলেও সমাজসেবায় তিনি দেশে বিদেশে পরিচিত মুখ। প্রবাসী বাঙালি কমিউনিটি ও একটি রাজনৈতিক দলের সমর্থন তার পক্ষে থাকবে তিনি অংশ নিলে তা অনেকটাই নিশ্চিত বলা যায়। দেশে প্রবাসে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে তার সম্পৃক্ততা ও রয়েছে।
সাউথ এন্ড বিশ্বনাথ এসোসিয়েশন ইউ কে র চেয়ারম্যান, এসেক্স জামে মসজিদ ইউ কে’র ডিরেক্টর ও ট্রেজারার, এ এ ট্রাস্ট ইউ কে বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সহ একাধিক ধর্মীয় সংগঠন ও সামাজিক সংগঠনের সাথে তিনি যুক্ত রয়েছেন।
আলহাজ্ব লোকমান উদ্দিন উপজেলার খাজাঞ্চি ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের অন্তর্গত পাকিছিরি গ্রামের বাসিন্দা। পশ্চিম সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সৎপুর কামিল( এমএ) মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা শফিকুর রহমান এর ছোট ভাই তিনি।
আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি দৈনিক জৈন্তাবার্তার বিশ্বনাথ প্রতিনিধিকে মুঠোফোনে নিশ্চিত করে তিনি বলেন, সবকিছু যদি ঠিকঠাক থাকে এবং আল্লাহ পাকের হুকুম হয় তাহলে আমি অংশ নেব। দেশের মানুষের সেবার লক্ষ্য, ও একটি সমৃদ্ধশালী মডেল উপজেলা গঠনের স্বপ্ন আমার। এই স্বপ্ন বাস্তবায়নে উপজেলাবাসীর সমর্থন ও সহযোগিতা কামনা করছি।