বিশ্বনাথ প্রতিনিধিঃ
১৯৯৮ সালে প্রতিষ্ঠিত বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের ২৩-২৪ সালের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার ২ ডিসেম্বর সন্ধ্যা ৭ ঘটিকায় বিশ্বনাথ পৌর শহরের পানসী রেস্টুরেন্টে উপজেলার বিভিন্ন ক্রিকেট ক্লাবের দায়িত্বশীল নেতৃবৃন্দের উপস্থিতিতে ১৪ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সকল দায়িত্বশীল নেতৃবৃন্দকে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন ক্লাবের সভাপতি মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুল, সাধারণ সম্পাদক শাহীন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. সায়েস্তা মিয়া, ও অন্যান্য সাংবাদিকবৃন্দ।
উপজেলা ক্রিকেট এসোসিয়েশন সংগঠনটি বিশ্বনাথের ক্রিকেট ক্রীড়াঙ্গনকে ঐতিহ্যের ধারায় আর সমৃদ্ধশালী করবে এবং নবগঠিত কমিটির নেতৃত্বে জাতীয় পর্যায়ে ক্রিকেট খেলোয়াড় তৈরি করবে ভবিষ্যতে এমন আশাবাদ ব্যক্ত করেন উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকেরা।
নবগঠিত কমিটিতে যারা স্থান পেয়েছেন তারা হলেন, সভাপতি আরব শাহ্, সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও নবদিগন্ত স্পোর্টস ক্লাবের এ.কে.এম তুহেম।
সাধারণ সম্পাদক- সিরাজুল ইসলাম রুকন, যুগ্ম সাধারণ সম্পাদক- মোঃ আবিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক- মাজহারুল ইসলাম সাব্বির, অর্থ সম্পাদক- মোঃ ইমাদুর রহমান, প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন ইব্রাহিম মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশন এর সাবেক সভাপতি শামসুল ইসলাম মুমিন, রাসেল আহমদ, রুহেল খাঁন, সাবেক সহ-সভাপতি খলিলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আহমদ, রহিম আহমেদ, লুৎফুর রহমান জুয়েল।