ফারুক আহমদ,বিশেষ প্রতিনিধি সিলেটের বিশ্বনাথ উপজেলার বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া উত্তর বিশ্বনাথ শাখার মতবিনিময় সম্পন্ন হয়েছে।
সোমবার ৪ঠা জানুয়ারী বাদ যোহর, প্রীতিগন্জ বাজার আনজুমানে আশিকানে মুস্তফা সাঃ পরিষদের কার্যালয়ে, শামছুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহঃ এর ঈসালে সাওয়াব মাহফিল বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা তালামীযের সভাপতি মাওঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বায়েজিদ আহমেদ এর পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক মোঃ আল-আমীন সুমন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাইদ খান, অর্থ সম্পাদক মোঃ লোকমান আহমেদ, সদস্য বুরহান উদ্দীন, হাবিব আহমেদ, আবু সাইদ সহ আরও প্রমুখ।
মতবিনিময় সভায় বাংলা জাতীয় মাসিক পরওয়ানা জানুয়ারি সংখ্যা ও ২০২০ সালের ঈদে মিলাদুন্নবী সাঃ স্বারক সুবহে সাদিক বিতরণ করা হয়।