ফারুক আহমদ, বিশেষ প্রতিনিধিঃ ইলমে দ্বীন চর্চার অন্যতম সূতিকাগার বাংলাদেশ তথা সিলেটের অন্যতম দ্বীনি দরসগাহ সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার উপাধ্যক্ষ মরহুম হযরত মাওলানা ছালিক আহমদ রহ: ইসালে সাওয়াব পালন করেছে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন’র হাসানাইন তাহফিজুল কোরআন মাদরাসা।
এ উপলক্ষ্যে আজ শনিবার ২৬ জুন বাদ জোহর স্বানীয় ইউনিয়ন’র গোবিন্দ গন্জ সাহেবনগর পয়েন্ট সংলগ্ন মাদরাসার কনফারেন্স হলে এক আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন অত্র মাদরাসার পৃষ্টপোষক মুসলিম হ্যান্ডস বাংলাদেশ’র কান্ট্রি ডিরেক্টর শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহর সুযোগ্য নাতি মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী।
প্রধান অতিথি মাদরাসা ছাত্রদের নিয়ে খতমে খাজেগান উাপাধ্যক্ষ মাওলানা ছালিক আহমদ রহ: স্মৃতিচারণসহ দিক নির্দেশনামূলক মূল্যবান নছিহত ও পেশ করেন। তিনি অত্র মাদরাসার পরিবেশ দেখে অত্যন্ত খুশি হন এবং প্রাতিষ্ঠানটির উত্তরোত্তর সফলতা কামনাসহ সর্বাত্নক সহযোগিতা করার আশ্বাস ও দিয়েছেন।
পরিশেষে তিনি দোয়া পরিচালনা করেন।
এসময় উপস্হিত ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক ইউসুফ মোহাম্মদ শাহান, সাংবাদিক মাওলানা ফারুক আহমদ, মাদ্রাসার শিক্ষক হাফিজ আমির হামজা, স্হানীয় বায়তুল মা’মুর জামে মসজিদের পেশ ইমাম শাহিন আহমদ।
আরও উপস্থিত ছিলেন অভিভাবক মো: আফতাব উদ্দিন, এলাকার মুরাব্বিয়ানে কেরাম ও প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী শিক্ষকবৃন্দসহ প্রমুখ।