ফারুক আহমদ,বিশেষ প্রতিনিধিঃ গ্রামীণ পরিবেশে আন্তর্জাতিকমানের দ্বীনি প্রতিষ্ঠান সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নে গোবিন্দ গন্জ শাহপুরস্হ হাসানাইন তাহফিজুল কুরআন মাদরাসাহ কর্তৃক দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
গত শনিবার বাদ আসর স্হানীয় ইউনিয়নের মাদরাসা কনফারেন্স হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে মোনাজাত পরিচালনা করেন মুর্শিদে বরহক্ব আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী (বড় ছাহেব) ক্বিবলা ফুলতলী।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক হাফিজ মাওলানা ইউসুফ মোহাম্মদ শাহান এর ব্যবস্থাপনায় বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা শফিকুর রহমান, ভুরকী হাবিবিয়া হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক আলহাজ্ব হাফিজ আব্দুস শহীদ (বড় হুজুর) ছাহেব, বিশ্বনাথ আলিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নুমান আহমেদ, সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সংগ্রামী সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল, মাওলানা আজিজুর রহমান ধনপুরী প্রমুখ।