ফারুক আহমদ, বিশেষ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: ও শামসুল উলামা আল্লামা ফুলতলী রহ: এবং হামদরচক গ্রামের মুর্দেগানদের ইসালে সাওয়াব মাহফিল সম্পন্ন হয়েছে।ম
ঙ্গলবার ৯ ফেব্রুয়ারি দুপুর ২ ঘটিকা হতে মধ্য রাত পর্যন্ত স্হানীয় উপজেলার হামদরচক পশ্চিমপাড়া জামে মসজিদে এ মাহফিল অনুষ্টিত হয়।
মাহফিলে প্রধান অতিথির নসিহত পেশ করেন মাওলানা আব্দুল বারি জিহাদী ভাদেশ্বরী।
সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার সাবেক শিক্ষক মাওলানা মুবাশ্বির আলী’র সভাপতিত্বে ও উক্ত গ্রামের হাফিজ আব্দুল কাইয়ুম এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে নসিহত পেশ করেন দশঘর দারুল কোরআন আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাফিজ খাইরুল ইসলাম, দৌলতপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা কবি তাজ উদ্দিন আহমদ তাজুদ, ছাতক দোলার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি এনায়েত উল্লাহ।
আরো নসিহত পেশ করেন স্হানীয় কুড়িখলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আনোয়ার হোসেন, হামদরচক জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোক্তার উদ্দিনসহ প্রমুখ।