ফারুক আহমদ,বিশ্বনাথ সিলেটঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলায় ‘মনাই মামন, হাজরাই গ্রামবাসী ও এলাকার মুর্দেগানদে’র ইসালে সাওয়াব উপলক্ষ্যে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্টিত হয়েছে।
শনিবার ২২ জানুয়ারী দুপুর ২টা থেকে মধ্যরাত পর্যন্ত স্হানীয় উপজেলার লামাকাজী ইউনিয়নের হাজরাই গ্রাম সংলগ্ন দক্ষিণের মাঠে গ্রামবাসীর উদ্যোগে ওই মাহফিল অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার সহকারি অধ্যাপক হযরত মাওলানা রশিদ আহমদ চৌধুরী।
গ্রামের বিশিষ্ট মুরব্বি মো. ইলিয়াছ আলীর সভাপতিত্বে ও সাংবাদিক মাওলানা ফারুক আহমদ ও সৎপুর মাদরাসার সাবেক মেধাবী ছাত্র মাওলানা মো. ছালিক আহমদ এর যৌথ পরিচালনায় প্রধান বক্তার বয়ান পেশ করেন সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস হযরত মাওলানা ছালেহ আহমদ বেতকুনী। বিশেষ অতিথির বয়ান পেশ করেন কালারুকা দাখিল মাদ্রাসার সহ সুপার খলিফায়ে ফুলতলী হযরত মাওলানা আজিজুর রহমান ধনপুরী, বুরাইয়া কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আফজল খান সিরাজী, সৎপুর মাদরাসার শিক্ষক হযরত মাওলানা হাবিবুর রহমান কালারুকী, মাওলানা মনোয়ার খান আতাপুরী।
সৎপুর মাদরাসার ছাত্র মো. ইমরান আহমদ এর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্হিত ছিলেন আসন্ন লামাকাজী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. আবেদুর রহমান আছকির, মো. ফয়ছল আহমদ, মো. গোলাম কিবরিয়া তালুকদারসহ এলাকার প্রমুখ মুসল্লিয়ানে কেরাম।
Leave a Reply