ফারুক আহমদ, বিশেষ প্রতিনিধিঃ‘শিশুদের ইচ্ছাপূরণে ডেফোডিল’ স্লোগানকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ৬টি হতদরিদ্র পরিবারের ৬টি শিশুর পছন্দ ও চাহিদামত ঈদের কেনাকাটা করার সুযোগ করে দিয়েছে সামাজিক সংগঠন বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন। কেনাকাটা শেষে ওই উপজেলা ও পৌর শহরের ওই ৬ শিশুর হাতে তাদের নিজ নিজ পবিরারের জন্য ঈদের খাদ্যসামগ্রী তুলে দেয় সংগঠনটি।
আজ সোমবার ১০ মে পৌর শহরের বৃহৎ শপিংমলে সংগঠনের টাকা দিয়ে নিজের ইচ্ছামত ড্রেস, শার্ট, পেন্ট, জুতা, খেলনাসহ যাবতীয় কেনাকাটা করে উপজেলার পাঠানচকের নাদিয়া আক্তার, কালীগঞ্জের তাসলিমা বেগম, নতুন বাজারের রাজু মিয়া, মিরেরচর গ্রামের মাহি নূর, পুরাণ বাজারের আজু মিয়া ও মুফতিরগাঁও গ্রামের রনি আহমদ।
শিশুদের কেনাকাটার সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি এমদাদ হোসেন নাঈম, সাধারণ সম্পাদক পাভেল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক বিজয় দেব, অর্থ সম্পাদক রাসেল মিয়া, সহ অর্থ সম্পাদক সৌমিত্র ধর, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শেখ হৃদয় রেদওয়ান, সদস্য আশরাফুল আলম নবেল, বাতিন আহমেদ, প্রবাসী সদস্য শেখ শামীম আহমেদ প্রমুখ।