ফারুক আহমদ, বিশেষ প্রতিনিধিঃ ইলমে দ্বীন চর্চার অন্যতম সূতিকাগার বাংলাদেশ তথা সিলেটের অন্যতম দ্বীনি দরসগাহ সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার উপাধ্যক্ষ মরহুম হযরত মাওলানা ছালিক আহমদ রহ: এর ইছালে সাওয়াব মাহফিল সম্পন্ন হয়েছে।
আজ শনিবার ২৬ জুন দিনব্যাপী ইছাল সাওয়াব মাহফিল উপলক্ষ্যে সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসা ও লতিফিয়া ক্বারী সোসাইটি বিশ্বনাথ উত্তর উপজেলা শাখার যৌত উদ্যোগে মাদরাসা কনফারেন্স হলে পবিত্র খতমে কুরআন শরীফ, বুখারী শরীফ, দালাইলুল খায়রাত ও আলোচনা সভা এবং দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
খতমে বুখারীর দু’আর পূর্বে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শফিকুর রহমান, বর্তমান অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গভর্ণিংবডি সহ-সভাপতি মাস্টার রইছ উদ্দিন, বিশ্বনাথ কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুমান আহমদ, সহকারি অধ্যাপক মাওলানা আব্দুস সালাম, সৎপুর কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা ছালেহ আহমদ বেতকুনী, সহকারী অধ্যাপক মাওলানা রশিদ আহমদ চৌধুরী, মাওলানা মুনির উদ্দিন, কুরুয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আখতার আলী, ছাতক জালালিয়া ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম, আরবি প্রভাষক মাওলানা আলী আসগর খান, অত্র মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত, মাওলানা আবুল খয়ের মুহাম্মদ নুমান, এলাহাবাদ আলিম মাদরাসার আরবি প্রভাষক মাওলানা হরমুজ আলী, কালারুখা দাখিল মাদরাসার সুপার মাওলানা মাহবুবুর রহমান তাজুল, সহ-সুপার মাওলানা আজিজুর রহমান ধনপুরী, গাবুরগাঁও দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ কামরুজ্জামান, চান্দুশাহ দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা মোহাম্মদ খছরুজ্জামান, ছমিপুর ইসলামিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল ওয়াহিদ, মাদারবাজার মাদরাসার শিক্ষক মাওলানা শামছুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন গভর্নিংবডি সদস্য মাওলানা আবুল ফয়েজ মোঃ আব্দুল্লাহ, আতাউর রহমান, মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ছাদিকুর রহমান অলংকারী, মাওলানা আ.জ.ম ছয়ফুল আলম, শিক্ষক মাওলানা মিছবাহ উদ্দিন, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা ফয়জুল হক, ভুরকি মাদরাসার শিক্ষক মাওলানা শফিকুর রহমান সিরাজী।
অত্র মাদরাসার সাবেক ছাত্র মাওলানা আবুল কালাম, মাওলানা মহি উদ্দিন মিছবাহ, মাওলানা ফারুক আহমদ, মাওলানা আনোয়ার আলী, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা কয়েস আহমদ, মরহুমের ছাহেবজাদা ও হুসাইনিয়া ছাত্র সংসদের ভিপি মাওলানা হুসাইন আহমদ মাসরূর, ভিপি মাওলানা শামিম আহমদ, জিএস আলমগীর হুসাইনসহ প্রমুখ।
উল্লেখ্য: প্রখ্যাত মুহাদ্দিস হযরত আল্লামা ছালিক আহমদ রহ: গত ২৪ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন।
Leave a Reply