ডেস্কঃ
যুক্তরাজ্যস্থ প্রতিষ্ঠিত আর্তমানবতার মানবতার সেবায় নিয়োজিত সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে’র ব্যবস্থাপনায় প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বৃটেনের ডরসেট আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টাল এর চেয়ারম্যান, দানবীর সেলিম আহমেদ এর অর্থায়নে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
আজ ৯ই মে ২০২৩ ইং মঙ্গলবার সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গোমরাগুল গ্রামের ইসলাম উদ্দিন এর যৌথ পরিবারে এই গভীর টিউবওয়েল বিতরণ করা হয়।
বিতরণ ও উদ্বোধন কালে উপস্থিত ছিলেন খাজাঞ্চি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য আব্দুর রব রাজু, ট্রাস্টের বাংলাদেশ কমিটির আহবায়ক মুহাম্মদ সায়েস্তা মিয়া, ব্যবসায়ী মোহাম্মদ ফজলু মিয়া,গোমরা গুল উত্তর পাড়া জামে মসজিদের মোতাওয়াল্লাী আফছান মিয়া, সাংবাদিক সমুজ আহমদ সায়মন, কবি লাহিন নাহিয়ান, মুরব্বী আব্দুল হান্নান, সংগঠক মোহাম্মদ আপ্তাব আলী, সংগঠক মোহাম্মদ জাবেদ মিয়া,বসির মিয়া, কামাল মিয়া, মোহাম্মদ ইসলাম উদ্দিন, আনোয়ার মিয়া প্রমূখ।