বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে মাহমুদা হোসেন প্রভা আলহাজ্ব এম এ গণি ও মনোয়ারা খানম শিক্ষা ট্রাস্ট কর্তৃক অনুষ্ঠিত ২০২২ এ হাসিমী মডেল একাডেমি থেকে অংশ গ্রহণ করে মেধা তালিকায় A+গ্রেডে বৃত্তি লাভ করেছে।
সে উপজেলার অলংকারী ইউনিয়নের বড়তলা নিবাসী শিক্ষক দম্পতি মোহাম্মদ বদরুল হোসেন ও রাবেয়া বেগমের মেয়ে এবং সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডাঃ মোঃ সামছুল ইসলাম মনজুর ভাতিজী।
তাহার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে খাজাঞ্চি ইউনিয়নের পূর্ব বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডাক্তার গিয়াসউদ্দিন সোহাগ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি বিশ্বনাথ পৌর কমিটির সভাপতি ও পূর্ব বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি সমাজ সেবক ডা. গিয়াস উদ্দিন সোহাগ বলেন; মাহমুদা হোসেন প্রভা মেধা বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে সম্মান জনক ফলাফল অর্জন করে এলাকা ও পরিবার পরিজনের জন্য সুনাম বয়ে এনেছে। তার এমন অর্জন অন্যান্য কোমলমতি ছাত্র ছাত্রীদের পড়ালেখায় উৎসাহ যোগাবে। তিনি বলেন ; ছাত্র ছাত্রীরা যাতে পড়াশোনা করে সবসময় ভালো ফলাফল অর্জন করতে পারে সেজন্য আমার পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন : সামাজিক কমিটির সভাপতি লুৎফর রহমান, ভূমি দাতা সদস্য ফারুক আহমেদ, লায়েছ আহমেদ, প্রধান শিক্ষিকা বীথি রানি তালুকদার, সহ সহকারী শিক্ষক, শিক্ষিকাবৃন্দ প্রমুখ।