বিশ্বনাথ প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের পাকিছিরিতে নব প্রতিষ্ঠিত শাহে কদমি সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসায় ১ম বার্ষিক দোয়া ও মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে। আজ ২১ শে ফেব্রুয়ারি ২০২২ খ্রি. রোজ সোমবার বাদ আছর থেকে রাত ১১ ঘটিকা পর্যন্ত উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র কদমীয়া তরিকার আশেকান, মুরিদান ও এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলাদ ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন।
অত্র মাদরাসার মুহতামিম হাফেজ নুর আহমদ আল কদমীর পরিচালনায় উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিত্র কদমিয়া তরিকার বর্তমান সাজ্জাদানশীন, গদিনশীন, আওলাদে রাসূল হযরত শাহ সুফি সৈয়দ মাওলানা আ.হ.ম মাহবুব উল্লাহ আল হাসানী ওয়াল হুসাইনী, আল হানাফি আল কদমী মুন্তাজেমে দরবারে শাহে কদমী পাউসার শরীফ, ঢাকা-মুন্সিগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মজিদ রাজাপুরী, প্রফেসর ইব্রাহিম কয়েস বিছনা, সুনামগঞ্জ; জিলু মিয়া -মটুকোনা বিশ্বনাথ। বিশেষ অতিথি বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রাবন্ধিক মিজানুর রহমান মিজান, খাজাঞ্চী ইউ/পি আওয়ামীলীগের সভাপতি আব্দুন নুর মেম্বার। এছাড়া আরো উপস্থিত ছিলেন এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টাল এর সম্পাদক, দৈনিক দেশ সেবা পত্রিকার সিলেটের বিশেষ প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ সায়েস্তা মিয়া, সাংবাদিক সমুজ আহমদ সায়মন, ছড়াকার লাহিন নাহিয়ান। কদমিয়া তরিকার আশেকান মিলাদ আহমদ, বদরুল আলম, হারুন আহমদ, হুমায়ুন আহমদ, হোসাইন আহমদ, মোঃ কপিল আহমদ, হাফেজ মোহাম্মদ আলী, হাফেজ জামাল আহমদ, হাফেজ উমর আহমদ হাম্মাদ, জুবায়ের আহমদ, তারেক আহমদ, মামুন আহমদ, সাহেল আহমদ, আনোয়ার হোসেন প্রমুখ।
Leave a Reply