বিশ্বনাথ প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নে শাহে কদমী সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসায় মিলাদ দোয়া ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।

আজ ২১শে অক্টোবর রোজ শুক্রবার বাদ জুম্মা উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের পাকিছিরি গ্রামে অবস্থিত শাহে কদমী সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসায় ধর্ম প্রাণ মুসল্লী, পবিত্র কদমীয়া তরিকার ভক্ত আশেকানদের সরব উপস্থিতিতে নুরুন আলা নুর, বিশ্বনবীর জন্মদিন, পবিত্র ঈদে মিলাদুনন্নবী (সাঃ) উপলক্ষে মিলাদ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার ভুমিদাতা পরিবারের সদস্য সাংবাদিক মুহাম্মদ সায়েস্তা মিয়ার পরিচালনায় উক্ত মাহফিলে মিলাদ দোয়া ও আলোচনাপর্ব সম্পন্ন করেন মাদ্রাসা পরিচালক (মুহতামীম) হাফেজ নুর আহমদ (সাজুর)।
এসময় মুসল্লীদের মধ্যে উপস্থিত ছিলেন পবিত্র শাহে কদমীয়া তরিকার আশেকান আজর আলী আল- কদমী, কিরন মিয়া আল-কদমী, আরশ আলী, গৌছ মিয়া, শামসুদ্দিন, মুজাম্মেল আলী, আব্দুল মালিক আল- কদমী, সাহেল আহমদ, মামুন আহমদ প্রমুখ।
বিশ্ব মুসলিম উম্মাহের শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ গ্রহণ করেন মুসল্লীগণ।