আব্দুল হালিম, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: আজ ১৭ জানুয়ারি (রবিবার) সিলেটের বিশ্বনাথ উপজেলার বৃহত্তর প্রীতিগঞ্জ বাজার সংলগ্ন আন্জুমানে আশিকানে মুস্তফা সা: পরিষদের উদ্যোগে আয়োজিত শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলা (রহ), এলাকার মুর্দেগান ও শানে মুস্তফা সা: উপলক্ষে আয়োজিত ইসলামমী মহা সম্মেলন সম্পন্ন।
আন্জুমানে আশিকানে মুস্তফা (সাঃ) পরিষদের সভাপতি মাওলানা আব্দুল করিমের সাভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বায়েজিদ আহমেদের পরিচালনায় শুরু হওয়া মাহফিল উদ্ভোধক হিসেবে উদ্ভোধনী বক্তব্য রাখেন -পরিষদের প্রতিষ্ঠাতা ও পশ্চিম সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপিট সৎপুর দারুল হাদিস কামিল (এম.এ) মাদরাসার সাবেক অধ্যক্ষ, যুগশ্রেষ্ঠ প্রিন্সিপাল মাওলানা শফিকুর রহমান।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন- আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলা (রহ)-এর সুযোগ্য নাতি, জাতীয় মাসিক পরওয়ানার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন পশ্চিম সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপিট সৎপুর দারুল হাদিস কামিল (এম.এ) মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ছালিক আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বয়ান রাখেন – মোহনা টেলিভিশন ঢাকার ধর্মীয় আলোচক মাওলানা মুফতি বেলাল আহমেদ,মাওলানা নজরুল ইসলাম খাড়ার পারি,গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজ জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা আবুল ফজল মোহাম্মদ ত্বোহা।
মাহফিলে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন হাফিজ ক্বারী ইউসুফ মোহাম্মদ শাহান ও হাফিজ ক্বারী কয়েছ আহমদ। ইসলামী সংগীত পরিবেশন করেন রিসালাহ সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজারের শিশু-কিশোর পরিচালক মারজান মোহাম্মদ রুহি।
মাহফিলে উপজেলার বিভিন্ন প্রান্ত হতে ধর্মপ্রাণ মুসলিম জনতা, পুলিশ সদস্য, মিডিয়াকর্মী অংশগ্রহণ করেন।পরিশেষে মিলাদ শরীফ ও দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষনা করা হয়।।