ফারুক আহমদ, বিশেষ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথে লামাকাজী ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ১নং লামাকাজী ইউনিয়ন ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২১ এর ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণী অনুষ্টান সম্পন্ন হয়েছে।
আজ শনিবার ১৩ মার্চ বিকালে স্হানীয় উপজেলার লামাকাজী পয়েন্ট সংলগ্ন উত্তরের মাঠে ৪নং ও ৯নং ওয়ার্ডের মধ্যে খেলায় ৯ নং ওয়ার্ড চুড়ান্ত বিজয় লাভ করে ১ম বারের মতো চ্যাম্পিয়ানের গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরুস্কার প্রদান করেন প্রধান অতিথি ১নং লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া।
এসোসিয়েশনের সভাপতি মো: আব্দুর রহমান’র সভাপতিত্বে ধারাভাষ্যকার জুয়েল আহমদ ও ফয়ছল আহমদ’র যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন লামাকাজী রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে’র গভর্নিং বডির সভাপতি অত্র ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ড মো: শাহনুর হোসাইন, উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও আসন্ন লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো: জহুরুল হোসেন জহির, এসময় উপস্হিত ছিলেন পর্তুগাল আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মো: জাকির হোসাইন, স্হানীয় মুন একাডেমির প্রতিষ্ঠাতা আমীনুল ইসলাম, আবুদাবি স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ওলিউর রহমান জনি, সাংবাদিক ফারুক আহমদ।
আরো উপস্হিত ছিলেন এসোসিয়েসনের সহ সভাপতি মুজাহিদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক ও লামাকাজী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তাজগীর আহমদ ইমন, মৌলভীবাজার পলিটেকনিক ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসাইনসহ সংবাদকর্মী ও দুদলের সমর্থকবৃন্দ।
খেলায় ম্যান অবদ্যা ম্যাচ নির্বাচিত হন ৯নং ওয়ার্ডের আরমান ও সিরিজ নির্বাচিত হন ৯নং ওয়ার্ডের বিজয়। ২নং ওয়ার্ডের মুক্তাদির ৩০৫ রান সংগ্রহ করে সর্বোচ্চ রানের পুরুস্কার জিতে নেন এবং রানার্সআপ দলের পিংকু ১৬ টা উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারীর পুরুস্কার লাভ করেন।