ফারুক আহমদ, বিশেষ প্রতিনিধি:সিলেটের বিশ্বনাথে দশপাইকা আনোয়ারুল উলুম আলিম মাদরসার হিফজ শাখার প্রতিষ্ঠাতা মরহুম মো: সিরাজ উদ্দিন ও মাদরাসা দাঁতা মরহুম সুন্দর আলীর ইসালে সাওয়াব উপলক্ষ্যে লতিফিয়া এডুকেশন ট্রাস্ট কর্তৃক আলোচনা সভা ও মিলাদ মাহফিল পালন করা হয়।
সোমবার ৮ ফেব্রুয়ারি বাদ জোহর মাদরাসা কনফারেন্স হল রুমে এ মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান।
দশপাইক আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মখলিছুর রহমান এর সভাপতিত্বে ও বাংলাদেশ আনজুমানে তালামিয ইসলামিয়া বিশ্বনাথ দক্ষিন উপজ্লা শাখার অর্থ সম্পাদক তুফায়েল আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন অত্র মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান, হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফিজ জমির আলী, সহ শিক্ষক হাফিজ আব্দুল বাছির, হাফিজ ক্বারী ইউসুফ আহমদ, চানপুর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক আনিস আহমদ।
এসময় উপস্হিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া বিশ্বনাথ দক্ষিন উপজেলা শাখার সভাপতি আব্দুল মুক্তাদির ফয়ছল, সাধারন সম্পাদক হোসাইন আহমদ রাজন, তালামিয নেতা শাহেদ আহমদ অপু, হযরত আলী রাঃ ইসলামী সংস্থার সাধারণ সম্পাদক
হাফিজ সাজলু মিয়া, দেওকলস ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ শামসুর রহমান লিমন,হাফিজ বুরহানসহ প্রমুখ।