সমুজ আহমদ সায়মন বিশ্বনাথ (সিলেট) থেকেঃ করোনা সংক্রমণ রোধে সিলেটের বিশ্বনাথে কঠোর লকডাউনের ৬ষ্ট দিনেও স্বাস্থ্যবিধি না মানায় ১১ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ৬ জুলাই মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযানে বিধিনিষেধ না মানায় এই ১১ জন ব্যক্তিদের বিভিন্ন হারে আর্থিক জরিমানা করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪ হাজার ৫০০ টাকা আদায় করা হয়।
পৃথক অভিযানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোহাম্মদ কামরুজ্জামান ও জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রট সুমাইয়া ফেরদৌস উপজেলা সদর সহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে এসব অর্থ জরিমানা করেন।