বিশ্বনাথ প্রতিনিধিঃ
বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের পাহাড় পুরে রমজানের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে।
শনিবার ৯ ই মার্চ বিকেলে সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সেলিম আহমেদ এর অর্থায়নে তার নিজ বাড়িতে এলাকার ১শত ১০টি দুঃস্থ পরিবারের নারী পুরুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
যুক্তরাজ্যে বসবাসরত ডরসেট আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন কমিটির সাবেক সভাপতি, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টি ফোর ডটকম অনলাইন নিউজ পোর্টাল ও সময় সিলেট মিডিয়ার চেয়ারম্যান সেলিম আহমেদ এর অর্থায়নে আনুষ্ঠানিক খাদ্য সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট জেলা পরিষদের সদস্য, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সমাজসেবক এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ।
ছাত্র নেতা লায়েক হাসান অভির পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের উপদেষ্টা কমিটির সভাপতি, সেলিম আহমেদ এর পিতা আলহাজ্ব তেরা মিয়া।
ট্রাস্টের বাংলাদেশ শাখার সদস্য ফাহিম আহমদ এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমিটির বাংলাদেশ শাখার আহবায়ক মো. সায়েস্তা মিয়া।
বক্তব্য রাখেন বিশেষ অতিথি, খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুন নুর মেম্বার, বিশিষ্ট ইসলামি স্কলার ও বহু গ্রন্থ প্রণেতা মাওলানা আব্দুল হাই জিহাদি, খাজাঞ্চি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার আব্দুর রব রাজু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, শিক্ষানবিশ আইনজীবী পলাশ সেনাপতি, ব্যবসায়ী রিয়াজ উদ্দিন, ইরন মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, ট্রাস্টি শামীম আহমদ, ট্রাস্টের বাংলাদেশ শাখার যুগ্ম আহবায়ক শাহ সিদ্দিক রহমান চিশতি, সাংবাদিক সমুজ আহমদ সায়মন, সদস্য সচিব শাহ আজিজুর রহমান মনর, অর্থ সম্পাদক আল মামুন, কমিটির সদস্য আবুল বশর, আব্দুল কাইয়ুম, আকিক মিয়া, জামাল আহমদ প্রমুখ।
মাওলানা আব্দুল হাই জিহাদির দোয়ার মাধ্যমে সমাপ্ত হওয়া অনুষ্ঠান শেষে বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, পেঁয়াজ, লবন, ছানা, আলু, রসুন ও খেজুর।