বিশ্বনাথ প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথে সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে এলাকার দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের পাহাড় পুরে ট্রাস্টের বাংলাদেশ কার্যালয়ে আজ ২৯ শে মার্চ ২০২২ ইং রোজ মঙ্গলবার এলাকার পৌনে দুই শতাধিক গরীব পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী, যুক্তরাজ্যের ডরসেট আওয়ামীলীগের অন্যতম সদস্য, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টাল এর চেয়ারম্যান, দানবীর আহমেদ সেলিমের পিতা এলাকার প্রবীণ মুরব্বি হাজী তেরা মিয়ার সভাপতিত্বে এবং ট্রাস্টের সদস্য সচিব আজিজুর রহমান মনরের পরিচালনায় খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ০২ নং খাজাঞ্চি ইউনিয়নের চেয়ারম্যান আরশ আলী গণি, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, ইসলামী চিন্তাবিদ ও স্কলার মাওলানা আব্দুল হাই জিহাদি, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, খাজাঞ্চি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য হবিবুল ইসলাম, ৮নং ওয়ার্ড সদস্য ফজলু মিয়া, ৫ নং ওয়ার্ড সদস্য আব্দুর রব রাজু, ২ নং ওয়ার্ড সদস্য ফখরুল ইসলাম, ওয়ার্ড সদস্য আব্দুল মতিন, সময় সিলেটের সম্পাদক আ ন ম এনামুল হক মামুন।
খাদ্য বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- খাজাঞ্চি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ সিদ্দিকুর রহমান, ট্রাস্টের অর্থ সম্পাদক আল মামুন, ট্রাস্টি শামীম আহমদ, সুজেদ, বুরহান, সালমান, মুহাম্মদ, আতিক, আছকির, সানুর,আলী আহমদ, ইরন মিয়া ও নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি শফিকুর রহমান চৌধুরী তার বক্তব্যে বলেন- আর্তমানবতার সেবার লক্ষে দানবীর আহমেদ সেলিম কর্তৃক যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট জনসেবায় এলাকায় ব্যাপক সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের বিভিন্ন এলাকার হতদরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে যে সকল সেবামূলক কাজ বাস্তবায়ন করছে তার মধ্যে রয়েছে – দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, কর্মহীনদের মাঝে সেলাই মেশিন প্রদান, গৃহনির্মাণে সহায়তা, নিরাপদ পানির জন্য টিউবওয়েল স্থাপন, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসায় অনুদান প্রদান ও রাস্তাঘাট নির্মাণ উল্লেখযোগ্য ।
এসকল কর্মযজ্ঞ বাস্তবায়নে এলাকার হতদরিদ্রদের পাশাপাশি দেশের অন্যান্য স্থানের অনেকেরই সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের উপর ভরসা বেড়েছে। আস্থা ও জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি সাকিব কল্যাণ ট্রাস্ট এখন এলাকায় একটি সেবামূলক ব্যান্ডে রূপান্তরিত হয়েছে। বর্তমান মাসে সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট বিভিন্ন খ্যাতে প্রায় ১২ লক্ষ টাকার সহায়তা প্রদান করেছে বলে একটি পরিসংখ্যানে জানা গেছে।
সাকিব ট্রাস্টের এই নিরলস সমাজসেবা পেয়ে এলাকার দুঃস্থরা আনন্দিত। তারা চান ট্রাস্টের এমন কার্যক্রম চলমান থাকুক নিয়মিত। প্রবাসে আরো যারা বিত্তশালী রয়েছেন তারাও যেন এ ধরনের কাজে এগিয়ে আসেন। অনেক দুঃস্থ ব্যাক্তি ট্রাস্টের সাথে সম্পৃক্ত সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেছেন।
ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আহমেদ সেলিম ও বাংলাদেশ কমিটির অর্থ সম্পাদক মামুন আহমদ জানিয়েছেন তাদের এই কার্যক্রম চলমান থাকবে সবসময়। আল্লাহ পাক যেন তাদের এই প্রয়াস কবুল করেন। তারা এলাকাবাসীর কাছে দোয়া কামনা করেছেন
Leave a Reply