নিজস্ব প্রতিবেদক:: সিলেটের বিশ্বনাথে যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কালামের উদ্যোগে এলাকার ৬৫জন গরীব-অসহায়দের প্রত্যেককে ৯০০ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রোববার (১০ অক্টোবর) সকাল ১১টায় রামধানাস্থ যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কালামের বাড়ীতে আনুষ্ঠানিকভাবে হাজী মরতুর্জ আলী, মোছা. আমিরুন বিবি ও হাজী রহিম স্মরণে এই অর্থ বিতরণ করা হয়। ‘গরীব অসহায় কল্যাণ ফান্ড’ পরিচালনা কমিটির সভাপতি মো. আবুল লেইছের সভাপতিত্বে ও ছাত্রনেতা ও সংগঠক আব্দুল কাইয়ূমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ পৌরসভার সহায়ক কমিটির সদস্য ও অলংকারী ইউপির সাবেক মেম্বার রাজুক মিয়া রাজ্জাক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরব্বী হারুন মিয়া, ব্যবসায়ী নুরুল ইসলাম, সংগঠক মঈনুল ইসলাম ও ‘গরীব অসহায় কল্যাণ ফান্ডের কোষাধ্যক্ষ আসাদ আহমদ।
Leave a Reply