ফারুক আহমদ, বিশেষ প্রতিনিধিঃ রহমত, বরকত ও নাজাতের মাস পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজান্সী ইউনিয়নের হামদরচক গ্রামের যুক্তরাজ্য প্রবাসী, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টাল এর পৃষ্ঠপোষক আল- আমিন ও তার পরিবারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
আজ সোমবার ৩রা এপ্রিল স্হানীয় ইউনিয়নের ২নং ওয়ার্ডের যুক্তরাজ্য প্রবাসি আল আমিনের বাড়ী ( হামদরচক ) গ্রামে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়।
উক্ত মহতি মাহফিলে উপস্হিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজ সেবক অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো: জামাল উদ্দিন রেজা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু শংকর চন্দ্র ধর।
আরো উপস্হিত ছিলেন প্রিতীগন্জ বাজার কমিটির সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক ডাক্তার আফরুজ আলী, প্রবাসী আল আমিনের ছোট ভাই সমাজ সেবক মো: রুহুল আমিন।
অন্যানের মধ্যে উপস্হিত ছিলেন সালিশ ব্যক্তিত্ব হাজী আছাব উদ্দিন, মতিউর রহমান, আব্দুল নুর, আছলন্দর আলী, তোফায়েল আহমেদ কয়েছ, তৈরুজ আলী, ইসলাম উদ্দিন, আং মান্নান, মুক্তিযাদ্ধা ওয়াব আলী, স্হানীয় ওয়ার্ডের মেম্বার মিছিরুল ইসলাম মিছির ও আব্দুল কালাম প্রমুখ।