ফারুক আহমদ, বিশ্বনাথ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথে শাহপরান মৎস আড়ৎ এর সত্বাধিকারী মির্জার গাঁও, মাহতাবপুর মৎস আড়ৎ ৭০৭ উপ পরিষদ শাখার উপদেষ্টা কমিটির সদস্য মো: আব্দুস সালামকে হত্যা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন পালন করা হয়েছে।
শুক্রবার ৫ মার্চ দুপুর ২.৩০ ঘটিকার সময় স্হানীয় উপজেলার লামাকাজী ইউনিয়নের মির্জার গাঁও মাহতাবপুর মৎস আড়ৎ ৭০৭ উপ শাখার শ্রমিকদের ব্যানারে মাহতাবপুর মাছ বাজারে এ মানববন্ধন অনুষ্টিত হয়।
সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন উপ পরিষদ ৭০৭ মির্জার গাঁও, মাহতাবপুর মৎস আড়ৎ শাখার সভাপতি মো: সমুজ মিয়া’র সভাপতিত্বে অত্র ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য মো: আবুল কালাম (কালাম মেম্বার) এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ৭০৭ উপ পরিষদ শাখার সহ সভাপতি রাইম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক চেরাগ আলী, সদস্য জসিম উদ্দিন।
এসময় উপস্হিত ছিলেন মাহতাবপুর, মির্জার গাঁও গ্রামের সাধারণ জনগন, মিডিয়া কর্মী, শ্রমিকবৃন্দ ও মৎস ব্যবসায়ীগণ।
উল্লেখ্য: মো: আব্দুস সালাম বাদী হয়ে বিগত ৩ রা মার্চ বিশ্বনাথ থানায় সাধারন ডায়েরী করেন। (ডায়েরী নং ১৬০)।