ফারুক আহমদ,বিশেষ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথে মোহাম্মদিয়া হিফজুল ক্বোরআন মাদরাসার হিফজ বিভাগের ৯ জন ছাত্রকে সবক প্রদান করা হয়েছে।
শুক্রবার ১৮ জুন স্হানীয় উপজেলার লামাকাজী ইউনিয়নের তালুক জগৎ পাঠান গাঁওয়ে মোহাম্মদিয়া হিফজুল কোরআন মাদরাসায় এ সবক প্রদান অনুষ্টান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে ছাত্রদের সবক প্রদান করেন স্হানীয় ভুরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার বড় হুজুর আলহাজ্ব হাফিজ মোহাম্মদ আব্দুস শহিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ছাতক জালালিয়া ফাজিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আলী আসগর খান, আলহাজ্ব মাওলানা আব্দুল হাদি সিরাজপুর কাজিবাড়ি, গোবিন্দ নগর ফজলিয়া ফাজিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আব্দুল আজিজ, রায়সন্তোষ পুর হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক আলহাজ্ব হাফিজ মাওলানা ফখরুল ইসলাম, উক্ত মাদ্রাসার শিক্ষক হাফিজ মাহমুদ আলী, লামাকাজী ইসালে সাওয়াব মাহফিল বাস্তবায়ন কমিটির সাধারন সম্পাদক মাওলানা আমিরুল ইসলামসহ প্রমুখ।
পরিশেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।