বিশ্বনাথ প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের পাহাড় পুরের কৃতিসন্তান যুক্তরাজ্যের ডরসেটে বসবাসরত বাঙালি কমিউনিটি নেতা, ডরসেট আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি, সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টাল এবং সময় সিলেট মিডিয়ার চেয়ারম্যান দানবীর সেলিম আহমেদ এর ১ম পুত্র সালেহ আহমেদ সাকিব এর ১০ম জন্মদিন পালন করা হয়েছে।
১৯ অক্টোবর বৃহস্পতিবার বাদ আছর উপজেলার লামাকাজী ইউনিয়নের আতাপুর রেললাইন সংলগ্ন রুহানি মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে তাঁর জন্মদিন পালন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলাহাবাদ ইসলামিয়া আলীম মাদ্রাসার সহকারী অধ্যাপক ও রুহানি মসজিদে প্রতিষ্ঠাতা মাওলানা হরমুজ আলী।
এসময় আরো উপস্থিত ছিলেন, মাওলানা হাফিজ শফিকুল ইসলাম, কারী ফয়সল আহমদ, সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্টের বাংলাদেশ কমিটির আহবায়ক মো. সায়েস্তা মিয়া, যুগ্মসচিব শাহ সিদ্দিকুর রহমান চিশতি, ট্রাস্টের সদস্য সাংবাদিক সমুজ আহমদ সায়মন, সাংবাদিক আব্দুল কাইয়ুম, কবি লাহিন নাহিয়ান, হাফিজ কামরান আহমদ, বিশিষ্ট মুরব্বি হাজী আলা উদ্দিন, ফিরুজ আলী, বায়েজিদ আহমদ, লিটন আহমদ প্রমুখ।
উল্লেখ্য, ২০১৪ সালে সেলিম আহমেদের প্রথম পুত্র সালেহ আহমেদ সাকিবের নামে আর্থ মানবতার সেবার লক্ষ্যে যুক্তরাজ্য ভিত্তিক একটি চ্যারিটি ট্রাস্ট গঠন করেন সেলিম আহমেদ। প্রতিষ্ঠার পর এযাবৎ শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা, রাস্তা ঘাট, গৃহ নির্মাণে সহায়তা, সেলাই মেশিন বিতরণ, অর্থ সহায়তা, ত্রাণ বিতরণ, প্রাথমিক মেধাবৃত্তি প্রদান সহ বিভিন্ন সামাজিক সহায়তামুলক কাজ দেশের বিভিন্ন এলাকায় পরিচালনা করে আসছে সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে।
পরিশেষে সালেহ আহমেদ সাকিবের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিষ্টি বিতরণের মাধ্যমে আজকের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।