ফারুক আহমদ, বিশেষ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে মাদক ব্যবসায়ী জামালকে আবার ও গ্রেফতার করেছে বিশ্বনাথ থানা পুলিশ।
বৃহস্পতিবার ৩রা ডিসেম্বর বিশ্বনাথ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে একাধিক মাদক মামলার আসামী ও মাদক ব্যবসায়ী শেখ জামাল উদ্দিন (৪৪)’কে আবারও গ্রেফতার করেছে। স্হানীয় পৌর শহরের নতুন বাজার এলাকার টিএনটি রোডস্থ জামালের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় ।
আটককৃত পৌর শহরের নুতন বাজারের মৃত শেখ তজম্মুল আলীর পুত্র।
শুক্রবার আদালতের মাধ্যমে মাদক ব্যবসায়ী জামালকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
একাধিক মাদক মামলার আসামী শেখ জামাল উদ্দিনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইচ-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, গ্রেফতারকৃত জামালের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে ৫টি মামলা রয়েছে।
মাদক ব্যবসার সাথে জড়িত জামাল একজন পেশাদার চোরও বটে।