সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী খাজাঞ্চি ইউনিয়নের হোসেন পুর নিবাসী মাওলানা ইলিয়াসুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে আজ বাদ জোহর।
বিশ্বনাথের এ প্রথিতযশা আলেম বিখ্যাত গহরপুর মাদ্রাসা সহ বিভিন্ন মাদ্রাসার মুহাদ্দিস ও হাজারো আলেমদের উস্তাদ ছিলেন।
আল্লামা হাফেজ মাওলানা ইলিয়াসুর রহমান গতকাল ৮ই আগস্ট ২০২১ ইং রাতে তার নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে রাত সাড়ে দশ ঘটিকার সময় ইন্তেকাল করেন ।
আজ সোমবার ৯ই আগস্ট বাদ জোহর বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের হোসেনপুর নতুন জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের জানাজা শেষে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
মরহুমের জানাজায় রাজনৈতিক, সামাজিক, ছাত্র, শিক্ষক সহ হাজার হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।