ফারুক আহমদ,বিশেষ প্রতিনিধিঃসিলেটের বিশ্বনাথ উপজেলায় মাহতাবপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত মধ্যমবার ফুটবল টুর্নামেন্টে ২০২১ এর ৪র্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ জুনিয়র ভাই ভাই মির্জার গাঁও আদর্শ স্পোর্টিং ক্লাবের মধ্যেকার অমিমাংশিত খেলা আজ রবিবার ১৯ সেপ্টেম্বর বিকালে উপজেলার লামাকাজী ইউনিয়নের মাহতাবপুর মৎস আড়ৎ সংলগ্ন দক্ষিণের মাঠে অনুষ্টিত হয়েছে।
খেলায় জুনিয়র ভাই ভাই মির্জার গাঁও ১ গোলে জয়লাভ করে ৪র্থ দল হিসাবে সেমিফাইনাল নিশ্চিত করে।
খেলার শুরুতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান এমপি।
আয়োজক কমিটির সভাপতি আমিনুল হক’র সভাপতিত্বে জুয়েল আহমদ এর ধারা বিবরনীতে এসময় উপস্হিত ছিলেন সুনামগন্জের জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহমদ, বিশিষ্ট সমাজসেবক শহীদ আহমদ, এমপি’র এপিএস অসিত রন্জন দেব, এলাকার প্রবিন মুরব্বি , খেলা পরিচালনা কমটির সদস্য, ফারুক স্পোর্টস এর সত্তাধিকারী ফারুক আহমদসহ প্রমুখ। আগামী ২০ সেপ্টেম্বর সোমবার ও ২১ সেপ্টেম্বর মঙ্গলবার যথাক্রমে ১ম ও ২য় সেমিফাইনাল খেলা অনুষ্টিত হবে।
উল্লেখ্য: গতকাল ১৮ সেপ্টেম্বর উভয় দল নির্ধারিত সময়ে ১-১ শেষ হলে খেলা গড়ায় ট্রেইবেকারে। উভয় দল ১০ টা করে সট নেওয়ার পর খেলার কোন ফলাফল না হওয়াতে টিম ম্যানেজার ও খেলা পরিচালনা কমিটির যৌথ সিদ্ধান্তে আজ রবিবার ১৯ সেপ্টেম্বর একই সময়ে একই মাঠে পূনরায় খেলা অনুষ্টিত হয়।