নিজেস্ব প্রতিবেদক :
রাত পোহালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০২৪ সালে ৭ ই জানুয়ারী ভোট গ্রহণের জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। সারা দেশের ন্যায় সিলেট-২ সংসদীয় আসন (বিশ্বনাথ,ওসমানীনগর) অঞ্চলে এবার অংশ নিচ্ছেন ৬ নিবন্ধিত দলীয় প্রতীকের প্রার্থী, ১ জন স্বতন্ত্রসহ মোট ৭জন সংসদ সদস্য পদপ্রার্থী।
সংসদীয় আসন ২৩০ সিলেট-২ (বিশ্বনাথ ও উসমানীনগর) এবার প্রতিদ্বন্ধিতা করছেন সাবেক সংসদ ও সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী নৌকা প্রতীকে, বর্তমান সংসদ ও গণফোরাম প্রার্থী মোকাব্বির খান উদীয়মান সূর্য , সাবেক সাংসদ ও জাতীয় পার্টির প্রার্থী ইয়াহহিয়া চৌধুরী এহিয়া লাঙ্গল প্রতীকে, তৃণমূল বিএনপি’র প্রার্থী আব্দুর রব মল্লিক সোনালী আঁশ (পাট) প্রতীকে, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো.জহির ডাব প্রতীকে, ন্যাশনাল পিপলস পার্টির এনপিপি মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন মুন্না আম প্রতীকে এবং নির্বাচনের ভোটযুদ্ধে স্বতন্ত্র পার্থী হয়ে ট্রাক প্রতীক নিয়ে লড়ছেন বিশ্বনাথ পৌরমেয়র মুহিবুর রহমান।
ইতি মধ্যে প্রশাসনিক সকল প্রস্তুতি ও ভোট গ্রহনের সকল সরঞ্জামাদী কেন্দ্রে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তা শাহিনা আক্তার।
বিশ্বনাথ উপজেলায় মোট ৭৪টি ভোট্ কেন্দ্র রয়েছে। মোট ভোটার সংখ্যা রয়েছেন ১,৮৪,১৪৯ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৯৪,৬৬৪ জন এবং মহিলা ভোটার ৮৯,৪৮৫ জন।
উপজেলার ৮ টি ইউনিয়ন ও পৌরসভা মিলিয়ে ৭৪টি ভোট কেন্দ্রের মধ্যে লামাকাজী ইউনিয়নে ১০টি ভোট কেন্দ্রে মোট ভোটার ২৪,৬০৮ জন। পুরুষ ১২৫৭৩ এবং মহিলা ১২,১২৫জন। খাজাঞ্চীতে ১০টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৫,০৮০ জন। পুরুষ ১৩,২৭১ এবং মহিলা ১১,৮০৯। অলংকারী ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ৬টি। ভোটার সংখ্যা ১৬,৩০ জন। পুরুষ ৮,৩৮৫ এবং মহিলা ৭,৬৪৫ জন। রামপাশা ইউনিয়নে ৮টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৪,২২০ জন।পুরুষ ১২,৩৩২ জন এবং নারী ১১৮৮৮ জন। দৌলতপুর ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ৬টি। মোট ভোটার ১৭,৬৭২ জন। পুরুষ ভোটার ৯,০৪১ ও মহিলা ভোটার ৮,৬৩১ জন। বিশ্বনাথ ইউনিয়নে ৪ ভোট কেন্দ্রে মোট ভোটার ৮,৮৭১ জন। পুরুষ ৪,৪৫১জন এবং নারী ভোটার৪,৪১২ জন। দেওকলস ইউনিয়নে মোট ৫টি ভোট কেন্দ্রে ১৩,৫০৫জন ভোটারের মধ্যে ৬,৮৮৯জন পুরুষ ও মহিলা ভোটার ৬,৬১৬ জন। দশঘর ইউনিয়নে ৭টি ভোটার কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৫,৮৮৮ জন। পুরুষ ভোটার ৮১২৭ এবং নারী ভোটার ৭,৭৬১জন। বিশ্বনাথ পৌরসভায় মোট ভোট কেন্দ্র ১৮টি। ৩৮,১৮৫ জন ভোটার রয়েছেন। পুরুষ ভোটার ১৯,৫৮৭ এবং নারী ভোটারের সংখ্যা ১৮,৫৯৮ জন বলে নির্বাচন অফিস সুত্রে জানা গেছে।
সিলেট ২ আসনে দ্বাদশ জাতীয় নির্বাচন কে ঘিরে বিশ্বনাথ উপজেলায় এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা বা সহিংসতার খবর পাওয়া যায়নি।
ইতিমধ্যে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে। বিজিবি, র্যাব, পুলিশ, আনসার , ভিডিবি ও গোয়েন্দা সংস্থার ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। নির্বাচন কে বয়কট করে বিচ্ছিন্ন ভাবে মফস্বল এলাকায় বিএনপির কর্মী সমর্থকেরা লিফলেট বিতরণ ও বিক্ষিপ্ত মিছিল করা ছাড়া আর কোন কর্মসুচী চোখে পড়েনি।
যে কোন ধরণের অপরাধমুলক কর্মকান্ড প্রতিহত এবং ভোটারদের অংশগ্রহনমুলক ভোট দানে কেন্দ্রে উপস্থিতির জন্য নিরাপত্তা জোরদার সহ মাঠে একাধিক বাহিনীর সদস্যরা কাজ করছেন। পাশাপাশি ভ্রাম্যমান আদালত পরিচালনায় বিচারিক টিম মাঠে সক্রিয় ভুমিকায় থাকবে এমনটি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে।