ফারুক আহমদ, বিশেষ প্রতিনিধি:সি লেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের অন্তর্গত হযরত ভুলু শাহ এর মাজারে ওরশের পরিবর্তে ওয়াজ মাহফিল করার পরমর্শ সভা সম্পন্ন হয়েছে।
সোমবার ২৫ জানুয়ারী স্হানীয় ইউনিয়নের ১নং ওয়ার্ডের শাহপুরস্হ ভুলু শাহর মাজার সংলগ্ন মাঠে এ পরামর্শ সভা অনুষ্টিত হয়।
এতে সভাপতিত্ব করেন স্হানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া।
এসময় উপস্হিত ছিলেন ফতেহপুর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শামছুদ্দোহা, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ছালিক আহমদ।
আরো উপস্হিত ছিলেন মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: আব্দুল্লাহ, লামাকাজী দারুল উলুম মাদ্রসার অধ্যক্ষ মাওলানা মইনুল ইসলাম, লামাকাজী রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিংবডির সভাপতি ড মো শাহনুর হোসাইন, ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়ছল আহমদ।
আরো উপস্হিত ছিলেন মো আমিরুল ইসলাম, মো ছাদিকুর রহমান মাসুক, সাংবাদিক ফারুক আহমদ।
এছাড়া শাহপুর, সোনাপুর, ভুরকি, উদয়পুর, মাহতাবপুর, গোবিন্দনগর, দিঘলী, একানিধা, ফতেহপুর, কাজিরগাঁও, মোল্লারগাও, মির্জার গাঁও , সাংগীরাই, মাধবপুরসহ প্রায় বিশ থেকে পচিশটি গ্রামের প্রবীন মুরব্বি যুবক ও আলীম উলামা।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে এ বছর ওরশের পরিবর্তে ওয়াজ মাহফিল বা ইছালে সাওয়াব মাহফিল করা হবে।