বিশ্বনাথ প্রতিনিধি:
বিশ্বনাথের বৈরাগী বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী মনিরুজ্জামান লিলু মিয়া হত্যায় দায়ীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিশাল মানববন্ধন করেছে বৈরাগীবাজার বণিক কল্যাণ সমিতি ও এলাকাবাসী।
মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১১ ঘটিকায় উপজেলার বৈরাগী বাজারের সিএনজি স্ট্যান্ডে শত শত স্থানীয় এলাকাবাসী, স্কুল কলেজ, মাদ্রসার ছাত্র-ছাত্রী,আত্মীয়-স্বজন, পরিবারের সদস্য ও বাজারের ব্যবসায়ীদের উপস্থিতিতে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অজ্ঞাত হত্যাকারীদের দ্রুত গ্রেফতারপূর্বক ফাঁসির দাবী জানান বক্তরা। এসময় তারা ৪৮ ঘন্টার মধ্যে হামলাকারীদের ধরে বিচারের মুখোমুখি করার আল্টিমেটাম দেন। নির্দিষ্ঠ সময়ের মধ্যে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার না করলে পূনরায় কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেওয়ার বক্তব্য ও রাখেন তাঁরা। মানববন্ধন কর্মসূচীতে প্রশাসনের সকল স্থরের আন্তরিক সহযোগীতা কামনা করেন নেতৃবৃন্দ।
গত বুধবার (১৪ আগস্ট) এশার নামাজ শেষে নিজ বাড়ি ফেরার পথে উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার পূর্বপাড়া গ্রামের আরজু মিয়ার ছেলে বৈরাগী বাজারের ব্যবসায়ী মনিরুজ্জামান লিলু মিয়া অজ্ঞাত সন্ত্রাসীদের নির্মম হামলায় নিহত হন। এরপর বিশ্বনাথ থানায় অজ্ঞাত আসামী করে নিহতের স্ত্রী তাছলিমা বেগম একটি হত্যা মামলা দায়ের করেন। বিশ্বনাথ থানার মামলা নং ৯/২০২৪। উক্ত মামলায় এখনও কোন অপরাধী গ্রেফতার না হওয়ায় বিচারের দাবীতে এলাকাবাসী ও বাজারের বণিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ মানববন্ধন কর্মসূচী পালন করতে বাধ্য হন বলে জানান সমিতির সাধারণ সম্পাদক মশরফ আলী।
বণিক কল্যাণ সমিতির সভাপতি মনোহর আলী মনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশরফ আলী এবং সংগঠক ফিরোজ আলীর যৌথ সঞ্চালনায় হাফিজ রাকিব হাসানের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে মানববন্ধনটি শুরু হয়।
এসময় বক্তব্য রাখেন ৪ নং রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম উদ্দিন। ৯ নং ওয়ার্ড মেম্বার আফিজ আলী, ৮ নং ইউপি সদস্য আয়াজ আলী, সংগঠক অরবিন্দু দাস নান্নু, বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ লোকমান হোসেন, একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: ফখর উদ্দিন, সহকারী শিক্ষক আলীম উদ্দিন, বাজারের ব্যবসায়ী আনোয়ার আলী, আব্দুল কাহার,আহমদীয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা ছাদ উদ্দিন মিসবাহ, সৈয়দ আশরাফ হোসেন, সিএনজি স্ট্যান্ডের সদস্য আমিনুল ইসলাম, সমাজ সেবক শামছুল ইসলাম, ডুবাই প্রবাসী আজাদ নুর, রামপাশা গ্রামের সমাজসেবক ইসলাম উদ্দিন সংগঠক সারোয়ার হোসেন সাকের, আব্দুর রশিদ ইউসুফ, মনু মিয়া, আমতৈল মাদ্রাসার শিক্ষক শরফ উদ্দিন, ব্যবসায়ী আনর আলী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ঠ মুরব্বী আয়াস আলী, ডা: আহমদ হুসেন, আব্দুল গণি, আব্দুল করিম, সোনা মিয়া, মুনসুর আহমদ, মখদ্দুল আলী, মৃত লিলু মিয়ার ভাগনা সংগঠক আবুল ফয়েজ, নিহতের মাদ্রাসা পড়ুয়া বড় ছেলে সালমান আহমদ, মেঝো ছেলে ওসমান আহমদ, ছোট ছেলে আরমান আহমদ সহ এলাকার শতশত সাধারণ নাগরিক সমাজ।