ফারুক আহমদ,বিশ্বনাথ সিলেটঃ
সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্হানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর সহায়তায় বেকার যুবা/নারীদের আত্ন-কর্মসংস্হান মূলক প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ৮ ফেব্রুয়ারি বিকাল ৩ টায় উপজেলা বিআরডিবি কনফারেন্স হলরুমে (নতুন) উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা নারী ও শিশু উন্নয়ন বিষয়ক কমিটির আওতায় ব্লক-বাটিক ও হস্ত শিল্প বিষয়ক প্রশিক্ষণের উপর ২৫ জন, উপজেলা যুব ও ক্রীড়া উন্নয়ন বিষয়ক কমিটির ফ্রিলান্সিং প্রশিক্ষণের উপর ২০ জন ও উপজেলা স্হাস্হ্য, স্যানিটেশন ও নিরাপদ পানি সরবরাহ কমিটির প্লাম্বিং প্রশিক্ষনে ১৬ জন প্রশিক্ষণার্থীদের সফলভাবে প্রশিক্ষণ শেষে তাদেরকে ওই সার্টিফিকেট প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে সার্টিফিকেট প্রদান ও প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুশরাত জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব আলম সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, স্হানীয় সরকার বিভাগের ইউপডিএফ রাজু আহমেদ।
এসময় উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক হাজী আব্দুল মতিন, পৌর আওয়ামীলীগের সদস্য মো. দবির মিয়া, সাংবাদিক ফারুক আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক আর জে সিজিল মিয়া, স্বেচ্চাস্বকলীগ নেতা জমির আলীসহ প্রমুখ।