, বিশ্বনাথ প্রতিনিধিঃ
যুক্তরাজ্যের ডরসেটের স্থায়ী বাসিন্দা, আর্তমানবতার সেবায় নিয়োজিত সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সেলিম আহমেদ বিশ্বনাথের ১ নং লামাকাজী ইউনিয়নের কৃষ্ণপুরে নব নির্মিত বায়তুল আমান জামে মসজিদ পরিদর্শন করেছেন।
শুক্রবার (৬ ডিসেম্বর) জু্ম্মার নামাজ শেষে সাকিব কল্যাণ ট্রাস্টের বাংলাদেশ কমিটির সদস্যদের সাথে নিয়ে মসজিদ নির্মাণ কাজের পরিদর্শন করেন।
এসময় তিনি মসজিদের অসমাপ্ত কাজ সমাপ্তে গ্রাম বাসীর পক্ষে সহযোগিতা করার আহবান জানালে সহায়তা করার প্রতিশ্রুতি প্রদান করেন। এর আগে মসজিদ উন্নয়ন কাজে একটি ডিপ টিউবওয়েল প্রদান করেন সেলিম আহমেদ। মসজিদের ছাঁদ ঢালাই, প্লাস্টার ও অন্যান্য কাজে বিত্তবান দেশী ও প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানিয়ে বক্তব্য রাখেন তিনি।
পরে গ্রাম বাসীর পক্ষে সেলিম আহমেদ কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বায়তুল আমান জামে মসজিদ এর পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, মসজিদের ইমাম হাফিজ ক্বারি আব্দুর রহিম, পঞ্চায়েতর মুরব্বি, আব্দুল গনী, তৈমুছ আলী, হুশিয়ার আলী, জমির আলী, সমর আলী, আব্দুর রহিম, আব্দুল হামিদ, বিলাল, তোতা মিয়া, সমর, কিরণ, নজির আহমদ, তোফায়েল, নুরুল আমিন, সমাজ সেবক খালেদ আহমদ লাকি, সিরাজ মিয়া, সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে এর বাংলাদেশ কমিটির আহবায়ক মো. সায়েস্তা মিয়া, যুগ্ম সদস্য সচিব শাহ সিদ্দিকুর রহমান চিশতি, অর্থ সম্পাদক আল- মামুন, সদস্য আব্দুল কাইয়ুম, লায়েক হাসান অভি, সালমান আহমদ, কবি লাহিন নাহিয়ান, আবুল বশর সহ অন্যান্য প্রমুখ।