ফারুক আহমদ, বিশেষ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের নতুন কমপ্লেক্স ভবণের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধন করা হয়েছে। ঐতিহাসিক ৭ই মার্চ (রোববার) উপলক্ষ্যে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে বঙ্গবন্ধুর নব-নির্মিত ম্যুরালের করা হয়। উদ্বোধনের পর পর্যায়ক্রমে বঙ্গবন্ধুর নব-নির্মিত ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিশ^নাথ প্রেসক্লাব, উপজেলা আ’লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধন শেষে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিআরডিবি মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক বর্ণালী পালের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ পংকি খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, মুক্তিযোদ্ধা মনির আহমদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাংবাদিক নবীন সুহেল।
সভা শেষে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন আয়োজিত ‘রচনা, চিত্রাংকন ও বঙ্গবন্ধুর ভাষন প্রতিযোগীয়’ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এরপর বিশ্বনাথ থিয়েটারের সহযোগীতায় কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।