আব্দুল হালিম, বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি: আজ ৪ডিসেম্বর (শুক্রবার) সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চি ইউনিয়নের প্রয়াগমহল গ্রামের সুরিলম সুম এর ছেলে সুব্রত সুম (২০)এর ফেইসবুক আইডি হ্যাক করে মহানবী হযরত মুহাম্মদ সাঃ এর অবমাননা মুলক পোস্ট করা হয়।এতে বিশ্বনাথের সু-পরিচিত সংগঠন আনজুমানে আশিকানে মুস্তাফা সাঃ পরিষদ বৃহত্তর প্রীতিগন্জ বাজার সহ এলাকাবাসী এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন পশ্চিম সিলেটের ঐতিহ্যাবাহী বিদ্যাপিট সৎপুর কামিল (এম.এ) মাদরাসার অবঃ অধ্যক্ষ, মাওলানা শফিকুর রহমান। বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম মূসা। এস.আই গোপেশ চন্দ্র এ. এস. আই রেদোয়ান, এ.এস. আই বিমল চন্দ্র, ২নং খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মোঃ গিয়াসউদ্দিন,
বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য আব্বাস হোসেন, ২নং ওয়ার্ড সদস্য মোঃ মিছির আলী ৩নং ওয়ার্ড সদস্য মোঃ বখতিয়া আহমদ, আশিকানে মুস্তফা (সাঃ) পরিষদের সভাপতি মাওঃ আব্দুল করিম, প্রীতিগন্জ বাজার কমিটির সভাপতি মোঃ আব্দুল গফুর, সেক্রেটারি ডাঃ আফরোজ আলী, বিশিষ্ট মুরব্বি হাজ্বী পীর ইদ্রিস আলী, দূর্লভপুর মুহাম্মদীয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা সাইদুর রহমান, কাবিলপুর জামে মসজিদের ইমাম মাওলানা শহিদুল আলম, প্রয়াগমহল জামে মসজিদের ইমাম মাওলানা কয়েছ আহমেদ, আনজুমানে আশিকানে মুস্তফা (সাঃ) পরিষদের সহ সভাপতি, তারেক আহমেদ, জয়নুল আবেদীন জয়,হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ বায়েজিদ আহমেদ সহ এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান।
উল্লেখ্য, বিষয়টির সত্যতা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানানা বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ শামীম মুসা। তিনি আরো বলেন- আমরা এ বিষয় সঠিক তদন্ত করে আইনি ব্যবস্থা নিব।
এলাকার সর্বস্তরের জনগণকে উদ্দেশ্য করে বলেন আপনারা শান্ত শিষ্ট শৃংখলা বজায় রাখুন। এর সঠিক তথ্য আমারা ইনশাআল্লাহ আপনাদেরকে জানাব।