আব্দুল হালিম,বিশ্বনাথ(সিলেট) প্রতিনিধিঃ আজ ১৭ মার্চ(বুধবার) সকাল ১১ ঘঠিকার সময় সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজানঞ্চি ইউনিয়নের ফুলচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
জাতির জনকের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সরকারী নির্দেশনা মোতাবেক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অতপর বিজয়ীসহ সকলের মধ্যেই উপহার বিতরণ সহ হালকা আপ্যায়ন এর ব্যবস্থা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন – বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: আব্দুল মালিক, সহ সভাপতি মো: শামীম আহমদ,সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমিলা রাণী দাস, সহকারী শিক্ষক ফারহানা বেগম পপি,ম্যানেজিং কমিটির সদস্য মোছা: সাহানা বেগম, বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী আব্দুল হালিম সহ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ছাত্র-ছাত্রীরা।