সমুজ আহমদ, বিশ্বনাথঃ
সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী আর রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে’র উপদেষ্টা গোলাম শাহ নেওয়াজ শিবলুর সাথে মতবিনিময় করেছেন ‘ আর রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ শাখার নেতৃবৃন্দ ।
আজ ১৭ মার্চ ২০২২ই রোজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের এলাহাবাদ রহমান মঞ্জিলে শাখার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী।
আব্দুল মালেকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি গোলাম শাহ নেওয়াজ শিবলু। এসময় আরো বক্তব্য রাখেন এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টাল এর সম্পাদক মুহাম্মদ শায়েস্তা মিয়া, সাংবাদিক সমুজ আহমদ সায়মন ও রিয়াজ উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,পীর আমিনুর রহমান, গোলাম শাহ রেওয়াজ লাভলু, মাহফুজুল ইসলাম নাহিদ,কবি লাহিন নাহিয়ান, মাজহারুল ইসলাম, শফিকুল ইসলাম নাঈম,সালমান আহমদ, মাহি আহমদ, তোয়াছিন, হামিম প্রমূখ।
পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন আবেদুর রহমান।আলোচনা সভা শেষে গোলাম শাহ নেওয়াজ শিবলুর হাতে আর-রহমান এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।