সমুজ আহমদ সায়মন, বিশ্বনাথ( সিলেট) থেকেঃ
সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের জয়নগর গ্রামের কৃতিসন্তান, বৃটেনের স্পোর্টস এন্ড কালচারাল মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র ফাইন্যান্স ম্যানেজার, চাটার্ড একাউন্ট্যান্ট মোহাম্মদ আলী আসকর কে সংবর্ধনা প্রদান করেছে আর্ত মানবতার সেবায় নিয়োজিত যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত সংগঠন সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে।
২৬ শে জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের রাজাগঞ্জ বাজারে ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবীর সেলিম আহমেদ এর সার্বিক ব্যবস্থাপনায় এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ট্রাস্টের বাংলাদেশ কমিটির যুগ্ম আহবায়ক সংগঠক শামীম আহমদের সভাপতিত্বে সংগঠনের বাংলাদেশ কমিটির আহবায়ক সাংবাদিক মুহাম্মদ সায়েস্তা মিয়া ও সদস্য সচিব শাহ আজিজুর রহমান মনরের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান ও সংবর্ধিত ব্যক্তি হিসেবে বক্তব্য প্রদান করেন মোহাম্মদ আলী আসকর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, খাজাঞ্চি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য আব্দুর রব রাজু, বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুহেল আহমদ, সংগঠনের যুগ্ম-সদস্য সচিব শাহ সিদ্দিকুর রহমান চিশতি। শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি লাহিন নাহিয়ান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ‘সময় সিলেট’ এর সম্পাদক কবি আ ক ম এনামুল হক মামুন, ৪ নং ওয়ার্ড সদস্য পংকজ বিহারি দাস, সংগঠক রেজা হাসান, মোহাম্মদ মাহদী আহমদ, মকরম আলী , জামিল আহমদ, সুহেল আহমদ, সবর আলী, শামীম আহমদ, আতিক আহমদ, রাজন মিয়া প্রমূখ।
অনুষ্ঠান শেষে মোহাম্মদ আলী আসকরকে সম্মাননা স্মারক প্রদান করে সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ও চাঁন মিয়া স্মৃতি পাঠাগার।