বার্তা বিভাগঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নে ইউথ অফ ঘাসি গাও সংগঠনের উদ্যোগে প্রবাসী খালেদ ও গোলাম শাহ নেওয়াজ শিবলুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১৯ মার্চ সন্ধ্যা ৭ঘটিকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টাল এর পৃষ্ঠপোষক, উদীয়মান শিক্ষানুরাগী, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক গোলাম শাহ নেওয়াজ শিবলু ও ইতালি প্রবাসী খালেদ আহমেদকে ‘ইউথ অফ ঘাসি গাও সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে সম্মানসূচক সংবর্ধনা প্রদান করা হয়।
খালেদুর রহমান লাকির সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিসবাহ উদ্দিন, সুহেল আহমদ, আলমগীর, কাওছার আহমদ. রেদোয়ান আহমেদ. সালিক আহমদ, ফয়েজ আহমেদ, তারেক, সাহেল, আনিস, ও রমজান প্রমুখ।
এসময় সংবর্ধিত ব্যক্তিদের হাতে ক্রেস্ট প্রদান করা হয়।
Leave a Reply