ফারুক আহমদ, বিশেষ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজীতে পুকুরের পানিতে ডুবে এক বুদ্ধিপ্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।
শনিবার ৩রা এপ্রিল স্হানীয় ইউনিয়নের রাজাপুর গ্রামের চৌধুরী বাড়ীর পুকুরে পড়ে তার মৃত্যু হয়।
নিহত প্রতিবন্ধী রাজাপুর গ্রামের মৃত মশাহিদ আলী’র ছেলে স্বপন আহমদ চৌধুরী (৩৫)।
স্হানীয় বাসিন্দা ও নিহতের আপন বড় ( খসরু আহমদ চৌধুরী, লিলু মিয়া চৌধুরী, খালিক মিয়া চৌধুরী) ভাইদের এবং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো: নুরুজ্জামান বলেন নিহত স্বপন আহমদ চৌধুরী(৩৫) ছোটবেলা থেকেই মৃগী রোগে ভুগছিলেন। শনিবার আনুমানিক দুপুর ১টার দিকে সে ঘরে ছিলো। অনেকক্ষন পর তাকে দেখতে না পেয়ে অনুমানিক ২ ঘটিকার দিকে তাকে খোঁজাখুজি করতে থাকলে এবং খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ীর পুকুরের পাড়ে তার জুতা দেখতে পেয়ে পুকুরে নামলে তার নিতর দেহ পানিতে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। তার মৃতদেহ পাওয়ার শোরগোল শুনে আশে পাশের লোকজন এসে পুকুর পাড়ে জড়ো হন। তাকে উদ্ধারের পূর্বেই সে মৃত্যু বরণ করে।
এ বিষয়ে বিশ্বনাথ থানার এএসআই ইমরুল সরজমিনে নিহতের লাশের সুরতহাল রিপোর্ট ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তার মৃত্যুর কারণ জানতে স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের সদস্য, ইউনিয়ন সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে মামলা নং -০৯, তারিখ.০৩.০৪.২০২১।