বার্তা বিভাগঃ
গেল তিন জানুয়ারি ৬ষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশ নিতে প্রার্থীরা নমিনেশন দাখিল করেন। সর্বশেষ ১৪ ই জানুয়ারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৩১ জানুয়ারী ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরিমধ্য প্রার্থীরা দলবলসহ নেমে পড়েছেন ভোটারের মন জয় করার কাজে। কে কতটুকু ভোটার টানলেন তার হিসেব মিলবে ভোট গণনার পর। বিশেষ করে সরকার দলীয় নৌকা প্রতীকের প্রার্থীদের ভোটে জেতাতে বিভিন্নভাবে দেশ বিদেশ থেকে দলের নেতাকর্মীরা ব্যাপক ভাবে মাঠে কাজ করছেন এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। বিশ্বনাথ উপজেলার মাত্র দুটি( লামাকাজী ও খাজাঞ্চি) ইউনিয়নে ৬ষ্ঠ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী মাঠে লড়তে লামাকাজীতে তৃণমূলের ভোটে ফয়ছল আহমদ বিজয়ী হলে শেষ পর্যন্ত কেন্দ্রের সিদ্ধান্ত ও তার পক্ষে আসে। কিন্তু খাজাঞ্চিতে তৃণমূলের ১০ ভোটে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু শংকর চন্দ্র ধর এগিয়ে থাকলেও মনোনয়ন প্রত্যাশী ওপর প্রার্থী আরশ আলী তৃণমূল থেকে ৭ ভোট পান। পরে কেন্দ্র থেকে নৌকার মনোনয়ন লাভ করে চেয়ারম্যান পদে লড়ছেন এখন মাঠে।
বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজি ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সল আহমদ এবং ২নং খাজাঞ্চি ইউনিয়ন পরিষদে আরশ আলী কে নৌকা মার্কায় বিজয় নিশ্চিত করার জন্য আওয়ামীলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন খাজাঞ্চি ইউনিয়নের কৃতিসন্তান, খাজাঞ্চি ইউ/পি ছাত্রলীগের সাবেক প্রতিষ্টাতা ও সভাপতি, বৃটেনের ডরসেট আওয়ামী লীগের অন্যতম সদস্য, সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি, এস.এস মিডিয়া (এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম) এর চেয়ারম্যান, সমাজসেবক সেলিম জে আহমদ ।
যুক্তরাজ্য থেকে পাঠানো এক বার্তায় সেলিম জে আহমেদ এই আহবান জানান।