বিশ্বনাথ প্রতিনিধিঃ
আমিন মিয়া ওরফে সিয়াম নামের ১৬ বছরের এক কিশোরের গলা কাটা লাশ উদ্ধার করেছে বিশ্বনাথ থানা পুলিশ।
নিখোঁজের তিন দিন পর সিলেটের বিশ্বনাথ থানার রামপাশা ইউনিয়নের আজিজ নগর ইটভাটা সংলগ্ন হাওর থেকে কিশোরের মৃতদেহটি উদ্ধার করা হয় আজ ২৩ ডিসেম্বর শনিবার দুপুরে।
নিহত আমিন মিয়া ওরফে সিয়াম (১৬) ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার চন্টা ইউনিয়নের করাতকান্দি গ্রামের মো. আবু বকরের ছেলে। শনিবার দুপুর ১২টায় উপজেলার রামপাশা ইউনিয়নে ইটভাটা সংলগ্ন হাওর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এসময় ঝোপঝাড়ে পড়ে ছিল গলায় ধারালো অস্ত্রের আঘাতে বিক্ষত সিয়ামের দেহ। ইটভাটা সর্দার পিতা আবু বকরের সাথেই শ্রমিক হিসেবে কাজ করতো কিশোর সিয়াম।
পরিবার সূত্র জানায়, গেল বুধবার পাশ্ববর্তী এলাকায় ওয়াজ মাহফিলে যোগ দেয়ার কথা বলে ঘর থেকে বের হয় সে। পরদিন সকালে কাজে না ফেরায় স্বজনরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন।
কোথাও কোন সন্ধান না পেয়ে ওইদিনই বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পিতা আবু বকর।
এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্তী জানিয়েছেন, সুরতহাল শেষে লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্যে দু’জনকে আটক করা হয়েছে । তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।